31 C
Dhaka
Thursday, May 19, 2022

Buy now

মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে সব ভুলে গেছে আ.লীগ

বিএনপির কেন্দ্রীয় নেতা রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মিজানুর রহমান মিনু বলেছেন, আওয়ামী লীগ মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে তা এখন ভুলে গেছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে, দেশের সাধারণ মানুষের জীবনে আজ নাভিশ্বাস উঠেছে।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং দলের প্রধান খালেদা জিয়ার মুক্তির দাবিতে বুধবার ( ২ মার্চ) বিকেলে চাঁদপুরে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

নির্ধারিত স্থানে সমাবেশের অনুমতি না পেয়ে জেলা কার্যালয়ের সামনের সড়কে এই সমাবেশ করে বিএনপি। এ সময় সমাবেশের চারপাশ ঘিরে রাখে পুলিশ। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিক।

এ সময় শেখ ফরিদ আহমেদ মানিক অভিযোগ করেন, সমাবেশের অনুমতি নির্ধারিত স্থানে না পেয়ে সড়কের ওপর করতে বাধ্য হন তারা। বুধবার বিকেল তিনটা থেকে শুরু হয়ে সাড়ে চারটা পর্যন্ত মাত্র দেড় ঘণ্টা এই সমাবেশ চলে। এসময় চাঁদপুর শহরে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য রাশেদা বেগম হিরা, বিএনপি নেতা এমএ হান্নান, অ্যাডভোকেট সলিম উল্লাহ, মুনীর চৌধুরী, জসিমউদ্দিন খান বাবুল, দেওয়ান সফিকুজ্জামান প্রমূখ। এতে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

সম্পর্কিত আরো খবর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

অনুস্মরণ করুন

5,535FansLike
1,200FollowersFollow
2,000SubscribersSubscribe
- Advertisement -spot_img

সর্বশেষ নিউজ