পুঁজিবাজারে তালিকাভূক্ত বহুজাতিক কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড নগদ লভ্যাংশ সংক্রান্ত নোটিশ প্রকাশ করেছে।
নোটিশে বলা হয়েছে যে তিন বছরের অধিক সময় পড়ে থাকা অর্থ-শেয়ার, বা বিতরণ না হওয়া নগদ লভ্যাংশ, ৩১ আগস্টের মধ্যে পুঁজিবাজার স্থিতিশীল তহবিল বা ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ডে স্থানান্তর করা হবে। অর্থাৎ লভ্যাংশ ঘোষণা বা অনুমোদনের দিন বা রেকর্ড ডেট থেকে তিন বছর হিসাবে পড়ে থাকা অর্থ তহবিলে জমা দিতে হবে।
তাই শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ গ্রহনের জন্য নিজের দাবির পক্ষে প্রমাণসহ ৩১ আগস্ট ২০২১ তারিখের মধ্যে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড বরাবর আবেদন করতে বলা হয়েছে। আবেদনের এক মাসের মধ্যে ওই বিনিয়োগকারীর শেয়ার বা টাকা ফেরত দেওয়া হবে। এ বিষয়ে অন্যান্য তথ্য জানতে কোম্পানির ওয়েবসাইডে (www.batbangladesh.com) বিজিট করতে বলা হয়েছে।
নির্দিষ্ট সময়ের মধ্যে যারা সংশ্লিষ্ট কাগজপত্র জমা দিতে ব্যর্থ হবেন তাদের জন্য ৩১ আগস্টের পর আর সময় বাড়ানো হবে না বলে জানিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।